ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের টিকিটে ভুল পতাকা!

আগামীকাল (১ মার্চ) শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফর করেছে ইংলিশরা। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের জন্য আজ টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছে বিসিবি। এদিকে সদ্য শেষ হওয়া বিপিএলের নবম আসরের শুরুতে ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। যা নিয়ে আলোচনায় ভালোই বিপাকে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এত সমলোচনার পর অবশেষে ডিআরএস নিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন বিসিবি। চলতি ইংল্যান্ড সিরিজ থেকে ২০২৭ সাল পর্যন্ত সব সিরিজেই ডিআরএস রাখার চুক্তি করেছে বিসিবি।

তবে বিসিবির আলোচনা আর অনিয়ম চর্চা যেনো পিছু ছাড়ে না। ইংলিশদের বিপক্ষে সিরিজ নিয়ে আজ থেকে টিকিট ছেড়েছে বিসিবি। যেখানে ধরা পড়েছে বড় ধরনের ভূল। ওয়ানডে সিরিজের জন্য যেই টিকিট ছাপা হয়েছে, সেখানে ইংল্যান্ডের পতাকার জায়গায় ছাপা হয়েছে যুক্তরাজ্যের পতাকা।

ম্যাচের টিকেটে বাংলাদেশের পতাকার পাশে ইংল্যান্ডের যে পাতাকা দেওয়া হয়েছে সেটি মূলত পুরো যুক্তরাজ্যের। যুক্তরাজ্য হচ্ছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশ নিয়ে গঠিত। ইংল্যান্ড সাদা রঙের উপর লাল যোগ চিহ্ন সম্বলিত পতাকা ব্যবহার করে থাকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটেও ইংল্যান্ডের মূল পতাকার ছবি ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘আমি এই মাত্রই জানতে পেরেছি এটা। এটা কেন দিয়েছে, কারা দিয়েছে এই পতাকা খোঁজ নিয়ে দেখছি।’

প্রত্যেক দেশের টিকিট ছাপানো বিতরণ ও বিক্রি পুরো প্রক্রিয়াটি হয় বোর্ডের অধীনে। তাই টিকিটে কী লেখা থাকবে না থাকবে সেখানে ভুল হলে সেটি বোর্ডের ওপরই দায় যায়। এদিকে আন্তর্জাতিক ম্যাচের টিকিটে বিসিবির এমন ভুল প্রথম নয়। এর আগে ২০২১ সালে পাকিস্তান সিরিজে সময়ও জায়গা দিন ভুল করে বিসিবি। এমনকি সংবাদমাধ্যমের কাছে প্রকাশিত খেলোয়াড় তালিকায় বাংলাদেশ বানান ভুল হওয়ার মতো ঘটনাও আছে অতীতে। আর এবার পতাকায় ভুল করে বসলো বোর্ড।

আরও পড়ুন...