ইংল্যান্ড বিশ্বকাপের পর কোচের দায়িত্ব ছাড়বেন বেলিস

পিবিএ ডেস্ক: প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে ইংল্যান্ড। ফাইনালে কিউইদের হারাতে পারলেই বিশ্বকাপটা ঘরেই রেখে দিতে পারবে স্বাগতিকরা। তবে এমন ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে কিছুটা চমকেই দিলেন ইংল্যান্ডের প্রধান কোচ ট্রেভর বেলিস। তিনি জানিয়ে দিলেন, ইংলিশরা বিশ্বকাপ জিতলেও আগামী অ্যাশেজ সিরিজের পর কোচের পদ থেকে সরে দাঁড়াবেন ৫৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কোচ।

বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে বেলিস বলেন, ‘আমি মনে করি চার থেকে পাঁচ বছর অনেক লম্বা সময়। আপনি ভালো করেন আর খারাপ করেন। সময় এসছে নতুন কারো দায়িত্ব নেওয়ার। আশা করি নতুন যেই আসুক ইংল্যান্ডকে অন্য এক লেভেলে নিয়ে যেতে পারবে।’

২০১৫ বিশ্বকাপের পর ইংল্যান্ডের দায়িত্ব নেন ট্রেভর বেলিস। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে তার। তার কোচিংয়েই দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ইংলিশরা। তবে বেলিস আর চুক্তি বাড়াবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন।

পিবিএ /ইকে

আরও পড়ুন...