পিবিএ,গাইবান্ধা: দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরে মুক্তিযোদ্ধারা এক মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার, আব্দুল রশিদ আজমী, আব্দুল মান্নান আকন্দ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের তথ্য গবেষনা সম্পাদক শাহজাহান সোহেল, আনোয়ারুল ইসলাম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাবিজার রহমান বাদল, ওয়ার্কাসপাটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি আবুল বাসার আব্দুল হান্নান পিন্টু প্রমুখ।
পিবিএ/স্বজন ইসলাম/এসডি