ইউএস-বাংলার ওয়েবসাইট-অ্যাপস্ টিকেট করলেই ১২% ছাড়

এম.ইব্রাহীম সরকার,ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা। কোভিড-১৯ প্রাদুর্ভাবকালীন সময়ে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনা করছে। সারাবিশ্বের পরিবর্তিত পরিস্থিতিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর নিজস্ব ওয়েবসাইটে কিংবা মোবাইল অ্যাপস্ ব্যবহার করে টিকেট ক্রয় করলেই গ্রাহকগণ উপভোগ করতে পারবেন সকল অভ্যন্তরীণ রুটে ভাড়ার উপর ১২% মূল্যছাড়। এই সুযোগ থাকছে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত।
এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স এর স্কাইস্টার গ্রাহকগণ আগামী ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত যেকোনো অভ্যন্তরীণ রুটে উপভোগ করতে পারবেন ভাড়ার উপর ১২% মূলছাড়।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুট ঢাকা থেকে গুয়াংজু সপ্তাহে একটি মাত্র ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ১৩টি এয়ারক্রাফট রয়েছে। যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশ্বের বিভিন্ন গন্তব্যে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া বিভিন্ন গন্তব্যে কার্গো ফ্লাইটও পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

পিবিএ/এসডি

আরও পড়ুন...