ইউটিউবের ‘হট তারকা’ খুশি!

Khushi

পিবিএ ডেস্ক : খুশি তিওয়ারি। নাম অচেনা হতে পারে, তবে ছবি হবে না হয়ত। ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় অ্যাকাউন্টগুলির মধ্যে অন্যতম খুশি। নেটিজেনদের ভাষায়, ‘ইউটিউবের সবচেয়ে সুন্দরীদের মধ্যে একজন।’

খুশির আসল নাম পল্লবী। ইউটিউব প্র্যাঙ্কস্টার ও ভ্লগার’ হিসেবেই জনপ্রিয় খুশি। হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা খুশি ২০১৪ সালে প্রথম ভিডিও নিয়ে হাজির হন। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে।

দীপিকা পাডুকোনের ‘বিগ ফ্যান’ খুশি এ দেশের সেরা ভালগার (ভিডিও ব্লগার)-দের মধ্যে একজন। ইউটিউব ভিডিও স্টারের জনপ্রিয়তা ও অর্থ অনেকেরই ঈর্ষার কারণ হতে পারে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...