ইছা হক,রাবি: বাংলাদেশের অন্যতম বৃহৎ যুব ও শিক্ষাথীদের মিলনস্থল “ইউনাইটেড ন্যাশন্স ইউথ এন্ড স্টুডেন্টন্স এসোসিয়েশন অব বাংলাদেশ ”(ইউনিস্যাব) রাজশাহী বিভাগের উদ্যমী উদ্যেগে গত ১০-১১ জুন তারিখ দুইদিনব্যাপী অনুষ্ঠিত হয় ৯ম বারের মত সেচ্ছাসেবী সংগ্রহপর্ব ২০২২। উক্ত অনুষ্ঠানের ধারাবাহিকতায় ইউনিস্যাব রাজশাহী বিভাগীয় শাখা ২৪শে জুন,২০২২ তারিখে তাদের সদ্য নিজুক্ত স্বেচ্ছাসেবকদের Fresher’s Reception সম্পন্ন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্স ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৬টা পযর্ন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সলর প্রফেসর মোঃ সুলতান-উল ইসলাম, ঐই ক্লাবে মাধ্যমে সামাজিক কার্যক্রমে মাধ্যমে দেশেকে এগিয়ে নিয়ে যাওয়া কথা বলেছেন। আরও বলেন সোনার বাংলা গড়তে তরুণদের ভূমিকা অপরিসীম। অনুষ্ঠানে ইউনিস্যাব রাজশাহী বিভাগের অ্যালামনাই সদস্য মোঃ মাহবুব সোহান, ফখরুল ইসলাম শাকিল, , মোঃ ইনতিশার কবির,দিবেন্দু বিশ্বাস, জয় বড়ুয়া, মোছাঃ কামনা আক্তার সহ আঞ্চলিক সম্পাদক সাব্বির আহমেদ , সহকারী আঞ্চলিক সম্পাদক তানজিল আহসান,, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনের সমন্বয়ক এ.কে.এম জাহিদুল হক, ব্র্যান্ডিং এন্ড ক্রিয়েটিভ প্রোমোশন এর সমন্বয়ক আজওয়াদ আমিন ত্বাকি সহ ইউনিস্যাব রাজশাহী বিভাগের সাবেক ও বর্তমান কর্ণধারবৃন্ধ। এসময় বর্তমানের আঞ্চলিক সম্পাদক সাব্বির আহমেদ বলেন, ‘‘Fresher’s Reception ‘‘এর মাধ্যমে সদ্য নিযুক্ত সেচ্ছাসেবকগন নিজেদের ইউনিস্যাবের সাথে এবং ইউনিস্যাবের সংস্কৃতির সাথে মানিয়ে নিয়ে ইউনিস্যাবের সাথে ভবিষ্যতে দেশের কল্যাণে জাতিকে নেতৃত্ব দিতে পারবে।‘নেতৃত্বে যারা সপ্তম ব্যাচে আছে তাদের কে অনুপ্রাণিত করা জন্য সার্টিফিকেট এর মাধ্যমে অভিবাদন দেওয়া হয়।এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের গান আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠান কে আরো মহিমান্বিত করেছে। পরবর্তীতে নবীন স্বেচ্ছাসেবকদের জন্য আয়োজিত ‘’Unveiling the Flairs’’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরন করা হয়।
“ইউনিস্যাব রাজশাহী বিভাগের ৯ম সেচ্ছাসেবী সংগ্রহ ২০২২” এর প্রাথমিক পর্যায়ে আবেদন করেছিলেন ৪০০ জন আগ্রহী প্রার্থী । এদের মধ্যে থেকে মেধা, দক্ষতা এবং আগ্রহ যাচাইকরণ এর মাধ্যমে ১১০ জন কে স্বেচ্ছাসেবক হিসেবে নিযুক্ত করা হয় । বস্তুত এই তরুণরা যাতে ভবিষ্যতে দেশের কল্যাণে জাতিকে নেতৃত্ব দিতে পারে তা বিবেচনা করে তাদের যোগ্য স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলাই ইউনিস্যাব রাজশাহী বিভাগের মূল লক্ষ্য।