পিবিএ,স্পোর্টস ডেস্ক: লুইস সুয়ারেজ ও এদিনসন কাভানিদের নৈপুণ্যে জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করল উরুগুয়ে। ইকুয়েডরকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। ব্রাজিলের বোলো হরিজন্তে বাংলাদেশ সময় সোমবার ভোরে ‘সি’ গ্রুপের ম্যাচে এই দুটি দল মুখোমুখি হয়।
মাঠে নেমে আক্রমণাত্মক খেলে উরুগুয়ে। বিরতির আগেই ৩ গোল করে। ছয় মিনিটের মাথায় প্রথম গোলটি আসে নিকোলাস লোদেইরোর পা থেকে। এরপর ৩৩ মিনিটে অপর গোলটি করেন পিএসজি ফরোয়ার্ড কাভানি। বিরতির কিছু আগে জয় নিশ্চিত করা গোল করেন লুইস সুয়ারেজ। খেলার ৭৮তম মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসে ইকুয়েডর। ডিফেন্ডার আর্তুরো মিনার পা থেকে গোলটি আসে।
২১ জুন ভোরে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে উরুগুয়ে।
পিবিএ/বাখ