ইছামতি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

পিবিএ,পাবনা: পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুদ্ধার এবং পানি প্রবাহের দাবিতে “ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার” উদ্যোগে শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. শাফিউল ইসলাম।

ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার আহ্বায়ক এস.এম.মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ’-৭১ পাবনা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, সাবেক সংসদ সদস্য মো.মকবুল হোসেন সন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ তসলিম হাসান সুমন, হাবিবুর রহমান স্বপন, প্রফেসর কাজী আব্দুল ওয়াদুদ ইকবাল, অধ্যক্ষ এনামূল হক চৌধুরী টগর, আব্দুল হামিদ খান, মঈন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, এমবিএ ফোরামের সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান খান, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী প্রমুখ।

বক্তাগন বলেন, পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী উদ্ধার করে খনন করতে হবে এবং পানি প্রবাহের ব্যবস্থা নিতে হবে। যা পাবনার সর্বস্তরের মানুষের প্রানের দাবি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কমনা করেন বক্তারা।

মানববন্ধনে সাংবাদিক, বুদ্ধিজীবী,মুক্তিযোদ্ধা,শিক্ষক, আইনজীবী, এনজিও নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

পিবিএ /এএন /ইএইচকে

আরও পড়ুন...