ইজতেমা মাঠে থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

পিবিএ,ঢাকা: চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া ইজতেমা মাঠ থেকে মাঝ বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দিনগত রাত পৌনে ১২টায় লাশটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।

ijtema_anyperson_murder_PBA

তিনি জানান, রোববার রাতে চারিয়া ইজতেমার মাঠ এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি সোমবার সকালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।’

পিবিএ/এফএস

আরও পড়ুন...