আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ: মোটরসাইকেলে করে ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল। পথে ইজিবাইকের সাথে সংঘর্ষে রাস্তাতেই ছিটকে পড়ে ১৭০ বোতল ফেন্সিডিল। এ সময় মোটরসাইকেলে থাকা মাদক ব্যবসায়ী মোহাম্মদ মিন্টুর (৪০) একটি পা ভেঙ্গে যায়। স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ফেন্সিডিল উদ্ধার ও আহত মাদক ব্যবসায়ীকে আটক করে হাসপাতালে ভর্তি করে।
শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা বাজারে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের মাদক ব্যাবসায়ী মিন্টু একটি মোটরসাইকেলে ফেন্সিডিল নিয়ে কালীগঞ্জ আসছিল। দুপুর ১ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপর সড়কে লাউতলা বাজারে পৌছালে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় জনতা তাদের উদ্ধারে এসে দেখেন, সড়কের উপরেই অনেক ফেন্সিডিল ছড়িয়ে রয়েছে। তারা দ্রুত থানা পুলিশে খবর দেন। এ খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ফেন্সিডিল উদ্ধার এবং আহত মাদক ব্যবসায়ীকে আটক করে হাসপাতালে ভর্তি করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘনায় আহত মাদক ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।