ইটভাটার মালিকের মারধরে আহত কৃষক মারা গেছেন

পিবিএ ,লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জে ইটভাটার মালিক ও স্বজনদের মারধরে আহত কৃষক আমিনুর রহমান (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কৃষক আমিনুর রহমান উপজেলার চলবলা ইউনিয়নের গাওচুলকা (চলবলা) গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

এ ঘটনায় রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ১০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন ওই কৃষকের স্ত্রী আঞ্জুআরা। এর আগে সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের স্বজনরা জানায়, গাওচুলকা গ্রামের এমএইচআর নামে একটি ইটভাটা রয়েছে। এই ইটভাটার ধোঁয়ায় স্থানীয় ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এর প্রতিবাদ করায় গত শুক্রবার রাতে কৃষক আমিনুর রহমানকে ব্যাপক মারধর করেন এমএইচআর ইটভাটার মালিক রাকিবুল ও তার স্বজনরা। এতে গুরুতর আহত হন ।

পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাত বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

পিবিএ/আসাদ হোসেন রিফাত/মোআ

আরও পড়ুন...