ইটের ট্রাকে বন বিভাগের কাঠ পাচার

জহিরুল কামরুল, পিবিএ,ফেনী: অভিনব কায়দায় চারিদিকে ইটে ঢাকা দিয়ে ট্রাক ভর্তি করে অবৈধ ভাবে কাঠ পাচারের সময় ফেনীর মহিপালে শনিবার ভোরে ফেনী সামাজিক বন বিভাগ অভিযান চালিয়ে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের কাঠ আটক করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনী সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম কায়চার এর নির্দেশে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর মহিপালে বন বিভাগের স্পেশাল টিমের অধিনায়ক আবু তারেক খন্দকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিনব কায়দায় ইটের ভিতরে করে নেয়ার সময় ট্রাকভর্তি তিন শত ঘনফুট সেগুন ও গামারী চিরাই অবৈধ কাঠ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
অভিযানের সময় শুভপুর স্টেশনের অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র ভৌমিক, স্পেশাল টিমের সদস্য গুণ মোহন তনচংগা, মো: শাকির মাহমুদ খান, মো: সামছুল আলম মজুমদার সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ফেনী সামাজিক বন বিভাগের স্পেশাল টিমের অধিনায়ক আবু তারেক খন্দকার জানান, ইটের ভিতরে করে অভিনব কায়দায় নেয়ার সময় ট্রাকভর্তি তিন শত ঘনফুট সেগুন ও গামারী চিরাই অবৈধ কাঠ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
পিবিএ/জেডকে/জেডআই

আরও পড়ুন...