ইট পাথরের এই শহরে নানা বাস্তবতায় গবাদি পশু পালনের কথা কল্পনাও করা যায়না। বিশেষ করে “ভেড়া”র কথা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে অনেকটাই অজানা অচেনা। অবিশ্বাস্য এমনি এক সময়ের মাঝে রবিবার (১৯ মে) দুপুরে উত্তরার সম্প্রসারিত ১৫ নং সেক্টরের উন্মুক্ত চারনভূমিতে দেখা মেলে এক পাল ভেড়ার। রবিবার, ১৯ মে। ছবি: পিবিএ