পিবিএ ডেস্ক: আয়ের কোনো উৎস নেই। তবু ভারতে কীভাবে অর্থ পাঠাচ্ছেন তিনি? নিজের বিরুদ্ধে ওঠা ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’র এই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে একে মিথ্যা দোষারোপ বলে অভিহিত করেন পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েক।
ইডি দু’দিন আগে জানিয়েছে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক কোনও আয় না করেই ৪৬ কোটি টাকা ব্যাঙ্কে স্থানান্তরিত করেছেন ছয় বছরের মধ্যে। ইডি তাদের অভিযোগে আরও লিখেছে, জাকির নায়েক সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন অথচ তার আয়ের উৎস কেউ জানে না। তার ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৯ কোটি ২০ লক্ষ টাকা ঢুকেছে। জাকির নায়েকের বিরুদ্ধে অর্থের অপব্যবহার অভিযোগে মোট ১৯৩ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। ইডির এই অভিযোগের পর জাকির নায়েক জবাব দিলেন শুক্রবার। ডা. নায়েক বলেন, ইডি মিথ্যা বলছে। কেন মিথ্যা বলছে জানি না।
সরকারের অন্যান্য বিভাগ জানে আমার বিভিন্ন ধরনের ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে। আমি সেখান থেকে আয় করি এবং নির্দিষ্ট পরিমাণ কর আদায় করে এসেছি। আমার কর প্রদানের রিটার্নে সব উল্লেখ রয়েছে, তবু ইডি মিথ্যা বলছে। তিনি বলেন, সম্ভবত ইডির উপর প্রচন্ড চাপ রয়েছে তাদের রাজনৈতিক প্রভুদের। সে কারণেই মিথ্যা বলতে হচ্ছে ইডিকে।
এদিন নায়েক নিজেকে ফুল টাইম ধর্মপ্রচারক ও হাফ টাইম বিজনেসম্যান বলে অভিহিত করেন। এমনকি বক্তৃতার জন্য কোনও অর্থ তিনি নেন না বলে দাবী করেন। তাই নিজের খরচ চালানোর জন্য তিনি নানারকম ব্যাবসা করেছেন। দেশের বাইরেও তিনি ব্যাবসা করেই জীবন নির্বাহ করছেন বলে জানান, বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত ডা. জাকির নায়েক।
উল্লেখ্য, জাকির নায়েকের বিরুদ্ধে নতুন করে অর্থের অপব্যবহার নিয়ে চার্জশীট জমা দিয়েছে ইডি। সেই চার্জশিটের কারণেই নায়েককে বিদেশ থেকে ফিরিয়ে আনার চেষ্টা হতে পারে। জাকির নায়েক এখন মালয়েশিয়া রয়েছেন। মালয়েশিয়ার সরকারও বলেছে, জাকির নায়েকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণ করুক আদালত। তারপর প্রত্যার্পণের বিষয় ভাবতে পারে মালয়েশিয়া সরকার। ইডির চার্জশিটের পর জাকির নায়েক বৃহস্পতিবার বলেছিলেন, তাকে গ্রেপ্তার না করার গ্যারান্টি যদি সুপ্রিম কোর্ট দেয় তাহলে তিনি দেশে ফিরতে রাজি আছেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসে উৎসাহ দেওয়ার অভিযোগও রয়েছে।
জাকির নায়েক বলেন, ২০১০ থেকে ২০১৬’র মধ্যে আমি ৪৯ কোটি টাকা ভারতে পাঠিয়েছি। প্রতি মাসে ৬৫ লক্ষ টাকা পাঠানোতে কি কোনও সমস্যা রয়েছে? আরব আমিরশাহি থেকে মাসে ৬০০০ কোটি টাকা ভারতে আসে ওখানে বসবাসকারী ভারতীয়দের মাধ্যমে। সেখানে এই এত অল্প টাকা পাঠানোতে কী যায় আসে?
পিবিএ/এএইচ