পিবিএ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ইতালিতে আরো ২৪৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৯ জন।
ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এক বাংলাদেশিসহ করোনায় প্রাণ হারিয়েছেন ১৭২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩০ হাজার ৯১১ জনে দাঁড়িয়েছে।
ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দুই লাখ ২১ হাজার ২১৬ জন।
এদিকে ইতালিতে করোনায় সংক্রমণের হার কমতে থাকায় গত ৪ মে থেকে লকডাউন শিথিল করা হয়েছে। এরপর থেকে প্রায় দীর্ঘ দুই মাস পর ঘরের বাহিরে আসার সুযোগ পায় ইতালির নাগরিকরা।
পিবিএ/এমএসএম