পিবিএ ডেস্ক: ইতালির রোমে স্থানীয় পুলিশের ধাওয়ায় জব্বার ঢালী নামে এক বাংলাদেশি সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় পর্যটন এলাকা কাভুর নামক রোডের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও জব্বার ঢালী ব্যবসা করতে যান। হঠাৎ পুলিশ ধাওয়া দিলে তিনি দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। এ ঘটনার পরপরই সেখানে অসংখ্য বাংলাদেশি জড়ো হন।
জব্বার ঢালীর বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়ার গোলার বাজার গ্রামে। তার অকাল মৃত্যুতে এলাকাবাসীসহ প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পিবিএ/এমএসএম