ইসমাইল হোসেন স্বপন, পিবিএ, ইতালি : ইতালীর উত্তরের জেনোভা শহরে বুধবার বিকাল ৫ টায়, জানালা দিয়ে পড়ে বাংলাদেশী ৩ বছরের আদিবা এক শিশুর মৃত্যু হয়। ঘটনার সময় বাবা তার দোকানে ছিল এবং মা তাদের অন্য সন্তানকে স্কুল থেকে আনতে গেলে এই ঘটনাটি ঘটে।
প্রতক্ষ্যদর্শী জানায় শিশুটি যখন পড়তেছিল , মা তা দেখে দৌড়ে গিয়েও রক্ষা করতে পারেনি । ঘটনার সাথে সাথে এম্বুলেন্সসহ বিভিন্ন সাহায্যকারী প্রতিষ্ঠান এগিয়ে আসে কিন্ত কোন কিছুই করার থাকে না। সন্তানের শোকে মুহ্যমান শিশুটির মা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।
তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মেয়েটির মা এখন বাসায়
বাসার কাছাকাছি ফজলে মেয়েটি ৫ তলা থেকে নিচে পড়ে যায় ।এ সময় তার মা কাছাকাছি ছিল।পরে তার মা মেয়েটিকে নিয়ে তার বাবার দোকানে যান ।সেখানে থেকে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
মনোয়ার হোসেন বাংলাদেশের শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ অধিবাসী
পিবিএ/ ইসমাইল হোসেন স্বপন/জেডআই