ইতিবাচক ও মুক্ত সাংবাদিকতার লক্ষে গণমাধ্যম কার্যালয় উদ্বোধন

পিবিএ,লক্ষ্মীপুর: ইতিবাচক সংবাদ ও সাংবাদিকতার লক্ষ্যে কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সমন্বয়ে ”লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের” উদ্বোধন করা হয়েছে। লক্ষীপুরের উত্তর তেমুহনীস্থ নিউ মার্কেটের দ্বিতীয় তলায় গ্লোবাল টেলিভিশন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম লন্ডন টাইমস নিউজ,প্রিন্ট মিডিয়া দৈনিক বাংলা সময়, দৈনিক গণকন্ঠ, বার্তাসংস্থা প্রেস বাংলা এজেন্সি-(পিবিএ), সংবাদ সারাক্ষণ, ইউরোবাংলা টেলিভিশন,বিবিএস নিউজ, দেশসংবাদ, দৈনিক প্রতিদিনের চিত্র, তারুণ্য নিউজ২৪, নিউজ২৪বাংলা, এটিভি এর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়।

লিল্লাহ মসজিদের ইমাম খাইরুল ইসলাম পরিচালিত মিলাদ ও মোনাজাতের মাধ্যমে উক্ত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন -জেলার বিশিষ্ট জনদের মধ্যে শামসুল করিম খোকন (বিশিষ্ট মানবাধিকারকর্মী), ডাক্তার জাকির হোসেন (বিশিষ্ট চিকিৎসক),সৈয়দ মোহাম্মদ ফখরুল আলম নাহিদ (বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব), লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জহির উদ্দিন (জেলা প্রতিনিধি বিটিভি ও আমাদের সময়), সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বাবুলের রহমান (দৈনিক তথ্যধারা), অ আ আবীর আকাশ (গ্লোবাল টেলিভিশন, দৈনিক বাংলা সময়, লন্ডন টাইমস নিউজ ও বার্তাসংস্থা প্রেস বাংলা এজেন্সি-(পিবিএ), এমরান হোসেন (দৈনিক গণকণ্ঠ), হারুনুর রশিদ (দৈনিক ইনকিলাব, লাখো কণ্ঠ), আবু মুসা মোহন (দৈনিক নবচেতনা, রায়পুর),সিরাজুল ইসলাম (দৈনিক গণকণ্ঠ, কমলনগর), এ আই তারেক ( টি ১ ও দৈনিক নবচেতনা, কমলনগর) ফয়সাল কবির (দৈনিক ভোরের আলো ও আন্দোলন একাত্তর নিউজ), মনজুর হোসেন (দৈনিক বাংলার ডাক), জহির হোসেন (দৈনিক আলোকিত সকাল,রায়পুর),ফয়েজ মামুন (দৈনিক আমার সংবাদ, কমলনগর), আমজাদ হোসেন (দৈনিক মাতৃভূমির খবর), নুর মোহাম্মদ (দৈনিক লাখো কন্ঠ), সোহেল হোসেন (দৈনিক বিশ্ব মানচিত্র), মো: আলী (দৈনিক সময়ের কন্ঠ), তারেক উদ্দিন জাবেদ, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফয়েজ ও মোহাম্মদ আবু মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদ্বয় উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের আলোচনায় দেশের ক্রান্তিকালীন সময়ের বিভিন্ন দিক আলোচনা করে লক্ষ্মীপুরের ইতিবাচক সংবাদ ও সাংবাদিকতা নিয়ে ভূয়সী প্রশংসা করেন।

পিবিএ/আবীর আকাশ/এমআর

আরও পড়ুন...