পিবিএ,ঢাকা: বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন মোহাম্মদ নবী।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ১১টি ম্যাচ সেরার পুরস্কার জিতে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক নবী। তিনি ৬৮ ম্যাচ খেলে ১১টি ম্যাচ সেরার পুরস্কার জেতেন। তার চেয়ে তিন ম্যাচ বেশি খেলে ১১টি পুরস্কার জেতেন বিরাট কোহলি। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ৯৯টি ম্যাচ খেলে ১১টি ম্যাচ সেরার পুরস্কার জেতেন।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট তথা টি-টোয়েন্টির ইন্ডিভিজুয়াল বস হিসেবে বেশ পরিচিত ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এ তারকা ব্যাটসম্যান ৫৮ ম্যাচ খেলে ৯টি ম্যাচ সেরার পুরস্কার জেতেন। এ ছাড়া ৯টি করে ম্যাচ জেতেন শেন ওয়াটসন, আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
পিবিএ/ইকে