পিবিএ,নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীর বহুল আলোচিত ইদ্রিস হত্যা মামলার প্রধান আসামী যোগানীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবিকে গ্রেফতার করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের নেতৃত্বে নালিতাবাড়ী থানা পুলিশ ও সিলেটের গোয়া্ইনঘাট থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
একই সময়ে একই মামলার আরেক আসামী হবি চেয়ারম্যনের ছেলে সারোয়ার জাহান শান্তকে মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ীর পাইকপাড়া থেকে আটকের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। উল্লেখ্য, পূর্ব বিরোধের জের ধরে গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে যোগানিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি ও তার ছেলে সারোয়ার জাহান শান্ত প্রকাশ্যে লাইসেন্সবিহীন পিস্তল হাতে নিয়ে দলবলসহ ইদ্রিস আলীর বাড়িতে ঢুকে গুলি করে তাকে হত্যা করে ।
পিবিএ/এএম/আরআই