ইন্দোনেশিয়ায় বন্যায় অন্তত ৪২ জনের মৃত্যু

পিবিএ ডেস্ক:ইন্দোনেশিয়ার পাপুয়াতে বন্যায় ৪২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ২১ জন।

এদিকে সেনটানি প্রদেশে জয়পুরা এলাকা ঘূর্নিঝড়ের স্বীকার হয়েছে। সেখানে বেশ ক্ষয় ক্ষতিও হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানান, বন্যায় অন্তত নয়টি বাড়ি ও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি তল্লাশি ও উদ্ধারকারী দল দুর্যোগপূর্ণ এলাকাগুলোর পথে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে নুগরোহো বলেছেন, “এখন পানি কমেছে, কিন্তু বন্যার পানিতে ভেসে আসা কাদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিস রেখে গেছে।”

তিনি জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১২০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা সরকারি দপ্তরগুলোতে আশ্রয় নিয়েছে।

রেড ক্রস ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নিয়ে কর্তৃপক্ষ বাস্তুচ্যুতদের সাহায্য করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।

পিবিএ/আইএইচ

আরও পড়ুন...