পিবিএ ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ মালুকুতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার অনুভূত এ ভূমিকম্পটিকে প্রাথমিকভাবে ৬ দশমিক ৮ মাত্রার বলে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু এর মাত্রা ৬ দশমিক ৫ ছিল বলে পরে জানিয়েছে দেশটির জিওফিজিক্স এজেন্সি। ভূমিকম্পটির উৎপত্তি প্রাদেশিক রাজধানী আমবোন থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।
প্রাথমিকভাবে স্থানীয় একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় তলার একটি অংশ ভেঙে পড়ে একজন নিহত এবং আরো দুজন আহত হওয়ার খবর প্রকাশ করা হয়। পরে আমবোনের দুর্যোগ সংস্থার (বিএনপিবি) মুখপাত্র অগাস উইবোয়ো জাকার্তায় সাংবাদিকদেরকে ভূমিকম্পে ২৩ জনের প্রাণহানির খবর জানান।
পিবিএ/বাখ