ইন্দোনেশিয়ার মন্ত্রীর ওপর আইএসের হামলা (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: ইসলামিক স্টেটের ‘আদর্শে অনুপ্রাণিত’ এক ব্যক্তির হামলায় আহত হয়েছেন ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী। বান্তিন প্রদেশের পানডেগলাং শহরে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, প্রাক্তন সেনাপ্রধান ৭২ বছরের উইরান্তোর পেটে ছুরিকাঘাত করেছে হামলাকারী। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

টিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আজ বৃহস্পতিবার সকালে দেশটির বান্তেন প্রদেশের পানদেগলাং অঞ্চলে সফরে যান মন্ত্রী উইরান্তো। মূলত তখনই তাঁর ওপর অজ্ঞাতনামা এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হামলাটি চালায়।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, প্রদেশটির সাকেতি উপজেলার সিন্দাংহায়ু গ্রামে একটি বিশ্ববিদ্যালয়ের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় উইরান্তোর ওপর হামলাটি চালানো হয়। ভয়াবহ সেই হামলায় এক পুলিশ কর্মকর্তাও গুরুতরভাবে জখম হন।

হামলাকারী দুর্বৃত্তকে এরই মধ্যে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে দেশটির পুলিশ বলছে, হামলাকারী ব্যক্তি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) অনুপ্রাণিত হয়ে এই হামলা চালিয়েছেন।

এদিকে ওই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। ওই ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারী নিরাপত্তামন্ত্রী উইরান্তোকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে।

পিবিএ/ইকে

https://twitter.com/i/status/1182179195406782464

আরও পড়ুন...