পিবিএ,ঢাকা: বিদেশ ভ্রমণ করতে সর্বপ্রথম দুটো জিনিসের প্রয়োজন হয়- পাসপোর্ট ও ভিসা। তবে কিছু দেশের নাগরিকদের বিদেশ ভ্রমণ করতে ভিসা লাগে না।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৮ম এশিয়ান পর্যটন মেলায় অংশ নিয়েছে এডভেঞ্চার ইন্দোনেশিয়া নামের একটি প্রতিষ্ঠান। পর্যটক টানতে সেখানে নানা তথ্য দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আইসিসিবির পুষ্পগুচ্ছ হলে গিয়ে দেখা যায়, স্টলটিতে ভিড় করেছেন নানা বয়সী ভ্রমণ পিপাসু লোকজন। সেখানে ইন্দোনেশিয়ার বালিসহ বিস্ময়কর আইল্যান্ডের সৌন্দর্য তুলে ধরা হচ্ছে দর্শনার্থীদের কাছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমার্ণ জানান, তার দেশ ২০১৬ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য অন অ্যরাইভাল ভিসা চালু করেছে। ইন্দোনেশিয়া ভ্রমণে এশিয়ার মধ্যে ২য় অবস্থানে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার সরকার বাংলাদেশি পর্যটকদের আরও বেশি সুবিধা দিতে চায়।
এডভেঞ্চার ইন্দোনেশিয়ার সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ইদা রাহমী বাংলানিউজকে বলেন, ভিসা ছাড়াই বাংলাদেশিরা ইন্দোনেশিয়া ভ্রমণ করতে পারবেন। পাসপোর্ট (৬ মাস মেয়াদ থাকতে হবে) ও রিটার্ন এয়ার টিকেট থাকলেই অন অ্যারাইভাল ভিসায় এক মাস পর্যন্ত সেখানে থাকতে পারবেন।
এছাড়াও বিস্তারিত তথ্য জানতে আইসিসিবিতে প্রতিষ্ঠানটির স্টলে যেতে পারেন ভ্রমণ পিপাসুরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শেষ হবে এশিয়ান পর্যটন মেলার ৮ম আসর।
পিবিএ/ইকে