ইফতারের সময় কমলার জুস খাওয়ায় এক বাংলাদেশি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার এক (পাকিস্তানি) সহকর্মী। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানান মালয়েশিয়ার শাহ আলম জেলার পুলিশপ্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।
মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইফতারের সময় সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬-এর একটি কারখানার শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে।
ইকবাল বলেন, সন্দেহভাজন ৫১ বছর বয়সি পাকিস্তানি নাগরিক রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই বাংলাদেশিকে একাধিকবার আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। রিপোর্ট দায়েরের ১০ মিনিট পর ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই পাকিস্তানিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকাল ৯টায় আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে, যা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা ৪০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে বলে জানান পুলিশপ্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।