ইবিতে অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের দুঃস্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা দুইটায় ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি, এস এ এইচ ওয়ালিউল্লাহ, সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ, সহ-সভাপতি নুর মোহাম্মদ শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত দাস, সাংগঠনিক সম্পাদক শ্যামলী খাতুন, সহ- সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক খায়রুজ্জামান খান সানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হুমায়রা আন্জুম অন্তু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোছা. মাহফুজা খাতুন লিমা ও সম্পাদকীয় পর্ষদ সদস্য রুখসানা খাতুন ইতি।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, আমরা সবসময়ই গতানুগতিক ধারায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকলেও এবারের উদযাপনটা ভিন্নভাবে করেছি। মূলত লেখক ফোরাম লেখালেখির পাশাপাশি সমাজের অসহায়, দুঃস্থ মানুষের জন্যও কাজ করে থাকে।

তিনি আরও বলেন, যারা অসহায় ও দুঃস্থ ঠিকমত একবেলা খাবার খেতে পারেন না, এবছর তাদের মাঝে খাবার বিতরণ করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করে। এছাড়া বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে। লেখালেখির পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মান ও সংস্কারে কাজ করে আসছে।

আরও পড়ুন...