পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগে এ প্রতিযোগিতা আয়োজন করে কম্পিটেটিভ প্রোগ্রামার্স ইউনিয়ন। এছাড়াও সেখানে টেক সেমিনার ও ম্যাথ কম্পিটিশন অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামিং প্রতিযোগিতায় সিএসই, আইসিটি, গণিত ও পরিসংখ্যান বিভাগের মোট ৩৬টি টিম অংশগ্রহণ করে। এতে ১০ টি প্রবলেমের মাঝে ৮টি প্রবলেম সমাধান করে চ্যাম্পিয়ন হয় টিম ‘সিএসই ডিসেন্ডিং’। ম্যাথ কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিএসই বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল মহাসিন। এতে সেরা ভলান্টিয়ার হয় বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাকিবুল হক। প্রতিযোগিতায় স্পন্সর করেন এনলাইট সল্যুশনস, জেন জেড আইটি, জেরন আইটি এবং কিউ এ প্রো।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক। বিশেষ অতিথি ছিলেন সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হক, অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া অধ্যাপক ইবরাহীম আব্দুল্লাহ এবং আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন।