ইবিতে উপজাতি, হরিজন ও প্রতিবন্ধী কোটা’র ফল প্রকাশ

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, হরিজন ও প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিকট এ ফলাফল তুলে দেন উক্ত কোটায় ভর্তি উপ-কমিটির আহবায়ক, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল।

ফলাফল হস্তান্তর কালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট কোটার সদস্য সচিব মীর জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট কোটার সদস্য সচিব মীর জিল্লুর রহমান বলেন, এবছর উপজাতি-১৫ জন, হরিজন-০৫ জন এবং শারীরিক প্রতিবন্ধী-২০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এসকল শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সকল তথ্য গুচ্ছ ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) বিস্তারিত জানতে পারবে।

আরও পড়ুন...