ইবিতে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নাজমুল হুসাইন,ইবি (কুষ্টিয়া): ২০১৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন, প্রগতিশীল শিক্ষক সংগঠনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে এক র‍্যালি নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল “মৃত্যুঞ্জয়ী মুজিব” এর পাদদেশে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ প্রগতিশীল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ইবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট), জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, বেগম খালেদা জিয়া হলসহ ও ইবি শাখা ছাত্রলীগ।

পরে “মৃত্যুঞ্জয়ী মুজিব” ম্যুরালের সামনে ১ মিনিট নিরবতা এবং দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. আ স ম শোয়াইব আহমেদ।

আরও পড়ুন...