ইবিতে চালু হলো ডেঙ্গু পরীক্ষা কেন্দ্র

নাজমুল হুসাইন ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার(০৮ আগস্ট) থেকে এটি শুরু হয়েছে বলে জানা যায়। এই পরীক্ষার জন্য প্রতিদিন বেলা ১২ টা পর্যন্ত রক্ত সংগ্রহ করা হবে এবং ৮০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা যায়, কোনো রোগী যদি জ্বরের একেবারে প্রথম দিনই আসে এবং তার শরীরে ডেঙ্গুর লক্ষণ দেখা দেয়। তাহলে তার জন্য এনএস ১ অ্যান্টিজেন পরীক্ষার খরচ ৮০টাকা নির্ধারণ করা হয়েছে। সেই পরীক্ষায় পজেটিভ ফলাফল আসলে তাকে ডেঙ্গু রোগী হিসেবে নিশ্চিত করা যাবে।
এছাড়া জ্বর যদি চার-পাঁচ দিন স্থায়ী হয় এবং ডেঙ্গুর লক্ষণ দেখা যায় তাহলে আইজিএম অ্যান্টিবডি পরীক্ষা করতে হবে। সেটার মূল্যও ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া এরও পরবর্তীতে অর্থাৎ কোনো রোগীর জ্বর যদি ৮ থেকে ১০ দিন স্থায়ী হয় এবং তখন চিকিৎসকের শরণাপন্ন হন তাহলে আইজিজি অ্যান্টিবডি পরীক্ষা করতে হবে। এটার মূল্যও ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অর্থাৎ এনএস-১, আইজিএম, আইজিজি প্রতিটি পরীক্ষার মূল্য ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসকল পরীক্ষার যেকোনো একটির ফলাফল পজেটিভ হলে রোগীকে ডেঙ্গু রোগী হিসেবে নিশ্চিত করা যাবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত চীফ মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘সারাদেশে ডেঙ্গুর প্রকোপ চলছে। এজন্য জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে যেকোনো জ্বরই যে ডেঙ্গু, তা-ও নয়। কর্তব্যরত চিকিৎসক যদি রোগীর শরীরে ডেঙ্গুর লক্ষণ দেখেন তাহলে পরবর্তীতে সেই রোগীকে তিনি ডেঙ্গু পরীক্ষার জন্য পরামর্শ দিবেন।’
প্রসঙ্গত, ডেঙ্গু জ্বর একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি।

আরও পড়ুন...