ইবিতে ‘নজরুল আবৃত্তি আসর ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নজরুল আবৃত্তি আসর ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি। এসময় প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মনজুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ও আল ফিকাহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসাইন এবং চারুকলা বিভাগের প্রভাষক তানিয়া আফরোজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউটের সভাপতি মূসা হাসেমী, আবৃত্তি আবৃত্তির সভাপতি গোলাম রব্বানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, ‘নজরুলের কবিতা, গান, ছোট গল্প আমাদের মনন জুড়ে থাকুক, বেশি বেশি চর্চা হোক এবং এগুলোর আরও প্রসার ঘটুক।’

প্রসঙ্গত, এসময় নজরুলের লেখা কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। এছাড়া এসময় নজরুলের জীবন ও কর্মের উপরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

আরও পড়ুন...