ইবিতে প্রথমবারের মতো শিক্ষা ও গবেষণা প্রদর্শনী উদ্বোধন

পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনী আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আম বাগানে অনুষ্ঠিত এ প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

জানা যায়, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রতিটি বিভাগ, ল্যাবরেটরী স্কুল ও আইআইইআর এর শিক্ষা ও গবেষণার অগ্রগতির বিষয়ে প্রদর্শনী আয়োজন করা হয়। এতে মোট ৩৮ টি স্টল দেয়া হয়। প্রতিটি বিভাগ তাদের উদ্ভাবিত গবেষণাকর্ম, বই ও গবেষণা পত্র প্রদর্শন করেন।

উদ্বোধন শেষে উপাচার্য প্রতিটি স্টল পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন বিভাগের সভাপতি, হলসমূহের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, তোমাদের সকলের জন্য শুভকামনা। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। আমরা যারা শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী আছি আমরা তোমাদের সেবার জন্য নিয়োজিত। এই ৪৬ তম দিবসে আমাদের এই অঙ্গীকার হওয়া উচিত। তাই আমি সকল বিভাগকে এখানে উপস্থিত করেছি। যাতে সবাই একসাথে হতে পারে।

 

আরও পড়ুন...