নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে প্রথমবারের মতো নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষদভুক্ত আটটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় পাঁচশত নবীন শিক্ষার্থী এতে অংশ নেয়।
অনুষ্ঠানের আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোস্তফা আরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান সহ অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষদীয় ডিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শুধু দেশে নয়, দেশের বাইরেও এ অনুষদের গুরুত্ব অনেক। শিক্ষার্থীদের একে অপরের সঙ্গে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখতে আমাদের এ আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার উদ্দেশ্য হলো সামাজিকভাবে প্রতিষ্ঠিত ও সুনাগরিক হওয়া। প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন ও সিজিপিএ অর্জনের পাশাপাশি প্রকৃত মানুষ হতে হবে। পড়াশোনার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে।