নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উৎসবসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দীপাবলি উদযাপন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা। প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রত্যয়ে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডরে এ উৎসব করে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ।
সংগঠনটির সদস্যরা জানান, সন্ধ্যায় পূজা ও প্রার্থনার মাধ্যমে উৎসব শুরু হয়। পরে শান্তি, মুক্তি ও আনন্দের বাহকরূপী ফানুস উড়ানো হয়। এ উপলক্ষে টিএসসিসির করিডরের বিভিন্ন স্থানে সহস্রাধিক প্রদীপ প্রজ্জ্বলন করেন তাঁরা।
এ ছাড়া প্রার্থনালয়ে মিষ্টি বিতরণ, আরতি, ধর্মীয় সংগীতসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের আনন্দধ্বনি ও কোলাহলে মেতে ওঠে টিএসসিসি। বৈরী আবহাওয়ার কারণে সকল আয়োজন টিএসসিসির ভেতরে সম্পন্ন হয়।
এসময় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ, সাধারণ সম্পাদক হারাধন মোদক, কোষাধ্যক্ষ রনি সাহা, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, পূজা উদযাপন পরিষদের সদস্য ব্রজেন দাশ, প্রকাশ বাড়ই, হৃদয় পাল, জয়ন্ত দেসহ সনাতন ধর্মাবলম্বী অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ব্রজেন দাশ বলেন, ‘প্রদীপের আলোয় যেমন অন্ধকার দূরভূত হয়, তেমনি জ্ঞানের বার্তা নিয়ে দীপাবলীর আলোয় আমাদের মনের অন্ধকার দূর হোক এই প্রত্যাশা। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা সবাই এক হওয়ার প্রত্যয় উদয় হোক সবার মাঝে।’