ইবিতে বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ-বিদায় সংবর্ধনা

পিবিএ,ইবি প্রতিনিধি: ‘ধান-নদী-খাল, ইলিশের নিবাস বরিশাল’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির বার্ষিক নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। এসময় নবীনদের বরণ, প্রবীণদের স্মৃতিচারণ, নিজ জেলা ব্রান্ডিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.রুহুল আমীন, আরবি বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ মাহবুবুর ও ড. একেএম শামছুল হক, রহমান, আল হাদিস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ অলিউল্লাহ, দাওয়াহ বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ হাদীসহ ইবিস্থ বরিশাল বিভাগের শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মাহমুদ বলেন, বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী সংগঠন। বিশ্ববিদ্যালয়ে এটি সুনামের সাথে কার্যক্রম করে আসছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতায় এ সংগঠন এগিয়ে যাবে। আমরা আরো কিছু প্রোগ্রামের চিন্তা করছি। শীগ্রই সেগুলো আয়োজন করবো আমরা।

আরও পড়ুন...