ইবিতে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

নাজমুল হুসাইন,ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপন করা হয়। বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

এরপর প্রশাসন ভবন চত্বর হতে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ রং বেরংয়ের কুলা,নকশি পাখা, চালন,মাছ ধরার পলুই,কৃষকের মাথার টুপি, ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলা ও বিজ্ঞান অনুষদের মধ্যে বটমুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বটমুল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ রতন, প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক(ভারঃ) এএইচএম আলী হাসান ও প্রধান প্রকৌশলী(ভারঃ) মুন্সী মোঃ তারেকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

উল্লেখ্য যে, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে এবারের পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ এর অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন...