নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েসে’র উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে সংগঠনটি।
রবিবার (৫ জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মুখলেসুর রাহমান সুইটের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমিন খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চের) সদস্য সচিব নুরুল্লাহ মেহেদী সহ গ্রীন ভয়েসের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল্লাহ লোকমানী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৭৪ সালে সম্মেলনে জাতিসংঘ ৫ই জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।