নাজমুল হুসাইন,ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত সমন্বিত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩০ জুলাই) বেলা ১২টায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে বাম ছাত্র সংগঠনগুলো। তবে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবক কর্নারও দেখা যায় নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের বিশ্রাম নেওয়ার জন্য অভিভাবক কর্নারের ব্যবস্থা করে বাংলাদেশ ছাত্র মৈত্রী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এছাড়াও সংগঠনগুলোর উদ্যোগে সার্বক্ষণিক প্রস্তুত ছিলো একটি টিম। যারা পরীক্ষার্থীকে কেন্দ্র চিনতে বা হঠাৎ অসুস্থ হলে মেডিকেল সেবাসহ নানা সেবায় নিয়োজিত ছিলো।
এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে বিশ্রাম নেওয়ার জন্য অভিভাবক কর্নার, হেল্প ডেস্ক সহ বিভিন্ন প্রকাশনা উপহার দেওয়া হয়। এছাড়াও ছাত্র মৈত্রী পরীক্ষা শেষে আগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করে।
ছাত্র সংগঠনগুলোর এধরনের কার্যক্রমে খুশি আগত অভিভাবক ও শিক্ষার্থীরা। রাজশাহী থেকে আগত এক অভিভাবক জয়দেব বলেন, মেয়ের পরীক্ষা। তাই খুব সকালে ট্রেনে করে তাকে নিয়ে রওনা দিলাম ক্যাম্পাসের উদ্দেশ্য। পথে চিন্তায় ছিলাম কীভাবে কী করবো, বসবো কোথায়। এতক্ষণ তো আর দাঁড়িয়ে থাকা যায় না। এসে দেখলাম মেইন গেটের পাশে অনেক সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে। ছাত্র সংগঠনগুলোর এই সুন্দর উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী শারমীন সুলতানা বলেন, ‘এখানে এসে আমার এডমিট কার্ড হারিয়ে ফেলেছিলাম। এজন্য পরীক্ষা কেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরীক্ষার শুরু হওয়ার সময় ছিল বাকি ৩০ মিনিট। এই মূহূর্তে আমি কিংকর্তব্যবিমূঢ়, আবার মেইন গেটে এসে এক ভাইয়াকে বলতেই, উনি আমার ফোন থেকে পিডিএফ নিয়ে প্রিন্ট করে আমাকে পরীক্ষা কক্ষে পৌঁছে দিয়েছে। এছাড়াও আমার মোবাইল হেল্প ডেস্কে ছিলো। কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় নি। যারা আমাদের মতো ভর্তিচ্ছুদের এমন সহযোগিতা করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রউফ বলেন, বাংলাদেশ ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বরাবর শিক্ষার্থী বান্ধব ছাত্র সংগঠন। এবারের গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরিক্ষায় পরিক্ষার্থী ও অপেক্ষমান অভিভাবকদের জন্য ক্যাম্পাস গেইটে অভিভাবক কর্নার নির্মান করেছে। একই সাথে পরিক্ষার্থীদের কেন্দ্র চিনতে ও ক্যাম্পাসে কোন পরিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাদের সহায়তা করার জন্য মৈত্রীর একটি টিম সার্বক্ষণিক প্রস্তুত ছিলো। সেই সাথে পরিক্ষা শেষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছি। আমাদের এই সহযোগীতা চলমান থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ইবি ছাত্র ইউনিয়ন ভর্তি পরীক্ষা উপলক্ষে অভিভাবক কর্ণার করেছে।
আমাদের হেল্প ডেস্ক শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রয়োজনীয় সহায়তা করতে সার্বক্ষণিক প্রস্তুত ছিল সেখানে। এছাড়াও অভিভাবকদের সময় কাটানোর জন্য তাদেরকে বিভিন্ন প্রকাশনা প্রদান করা হয়।
জানা যায়, গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ১ম বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত হয়েছেন ৯৬.৫ শতাংশ পরীক্ষার্থী। মোট ৪ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থীর আবেদনের বিপরীতে ৪ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, মীর মোশাররফ হোসেন ভবন ও অনুষদ ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।