নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লুঙ্গি পরা নিয়ে সিনিয়র জুনিয়রের মারামারির ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে তাসওয়ার খন্দকার ও জহুরুল ইসলাম রিংকু। শনিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর তারা উভয়ই অভিযোগ পত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.জাহাঙ্গীর হোসেন বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগপত্র পেয়েছি। আগামীকাল দুইজনকে পৃথক পৃথক সময়ে অফিসে দেখা করতে বলেছি। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অভিযোগকারী মার্কেটিং বিভাগের তাসওয়ার খন্দকার জানান, ভুক্তভোগী জুমার নামাজ শেষ করে রুমে ফিরছিলেন। এমন সময় বিনা করাণে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের জহুরুল ইসলাম রিংকু, হামজা ও জামিল, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আশিক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আশিক কোরাইশি, ম্যানেজমেন্ট বিভাগের জিহাদ ও মিনহাজ সহ প্রায় ৪০-৫০ জন মিলে তাকে মারধর করে। এতে তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ এবং নিরাপত্তা নিয়েও শঙ্কিত রয়েছে বলে অভিযোগ করেন।
অন্যদিকে অপর অভিযোগকারী ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জহুরুল ইসলাম রিংকু জানান, গত ৩১ আগস্ট দিবাগত রাতে জিয়াউর রহমান হলের সামনে ১২-১৫ জন একা পেয়ে লাঠি-স্টাম্প দিয়ে মারধর করে পালিয়ে যায়। এসময় ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের হুজ্জাতুল্লাহ ভূইয়া ও তার বন্ধু আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আল আমীনসহ বেশ কয়েকজন ছিলেন বলে অভিযোগ করেন রিংকু।
প্রসঙ্গত, তারা উভয়ই নিজেদের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানান। তবে তাহসীন খন্দকার বিনাদোষে মারধরের শিকার হওয়ায় এবং একটি চোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণও দাবি করেন।