জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে

ইবিতে ‘লাল জুলাই’ নাটক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বিজয় সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এর আয়োজন করে সিন্দাবাদ সাহিত্য সংসদ। এসময় ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মরণে নির্মিত ‘লাল জুলাই’ নাটক প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সিন্দাবাদ সাহিত্য সংসদের চেয়ারম্যান এইচ এম আবু মুসা ও পরিচালক আহসান তানিম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ সাব্বিরের পিতা আহমাদ আলী। এসময় সাংস্কৃতিক পরিবেশনা করেন জনপ্রিয় ইসলামীক শিল্পি মশিউর রহমান, ওবায়দুল্লাহ তারেক, ও আবু তৈয়ব মেসবাহ। এসময় সাথে ছিল ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ ইসলামী বিশ্ববিদ্যালয়। এসময় নাট্য গবেষক ও নির্দেশক তারেক তাশাদের জুলাই অভ্যুত্থানের স্মৃতি রোমন্থন ও সাম্প্রদায়িক সম্পৃতির লক্ষে নির্মিত নাটক ‘লাল জুলাই’ মঞ্চস্থ করা হয়।

প্রতিযোগিতার অংশগ্রহণকারী প্রথম দশজনকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত, দ্বিতীয় স্থান অধিকার করেছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দাওয়া’হ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এটি বাংলাদেশের মধ্যে একটি যুগান্তকারী আয়োজন। এর মাধ্যমে আমরা জুলাই বিপ্লবের স্মৃতিতে অনুত করে স্মরণ করতে পারছি। জুলাই বিপ্লব আমাদের ঐতিহ্যেরই অংশ। বিশ্ববিদ্যালয়ে আমরা জুলাই বিপ্লবের স্মৃতি স্মারক কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করবো।

আরও পড়ুন...