ইবিতে শব্দদূষণ রোধে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

পিবিএ,ইবি প্রতিনিধি: শব্দদূষণ রোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে সাউন্ড বক্স ও মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অতি প্রয়োজনে প্রক্টরের লিখিত অনুমতি নিয়ে সাউন্ড বক্স ব্যবহার করা যাবে।

রোববার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতি সূত্রে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শব্দ দূষণ রোধকল্পে যে কোন ধরনের সাউন্ড অথবা মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। অতি প্রয়োজনে সাইন্ড অথবা মাইক ব্যবহার করতে হলে প্রক্টরের পূর্ববর্তী লিখিত অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে।

এদিকে শব্দদূষণ রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের আশেপাশে প্রতিনিয়ত বিভিন্ন বিভাগ ও সংগঠনের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো হয়। এছাড়া ক্লাস চলাকালীন সময়েও মািক বাজানো হয়। এতে ক্লাস থাকা শিক্ষার্থী ও হলের আবাসিক শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েন। শব্দের উপদ্রবে পড়াশোনায় মনোযোগ দিতে পারেন না বলে জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সময়-অসময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাইক ব্যবহারে বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা দিতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এছাড়া শব্দ দূষণ তো হচ্ছেই। নিরাপদে ক্লাস-পরীক্ষা দেয়াসহ শব্দদূষণ রোধে আমার অনুমতি ব্যতিত কেউ যেন আর সাউন্ড বা মাইক ব্যবহার না করে। এজন্য সকলের সহযোগিতা কাম্য।

আরও পড়ুন...