নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় ট্রেন্ড থেকে এ শোভাযাত্রার মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘১৯৮১ সালের আজকের এ দিনে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য এসেছিলেন। তার আপোষহীন নেতৃত্বে আজ দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’
এসময় তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে শাখা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মী আওয়ামী লীগের জয়ের লক্ষ্যে সারাদেশে কাজ করবে।’
জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বেদনাবিধুর ঘটনাপ্রবাহের আগে বোন শেখ রেহানাকে নিয়ে বিদেশ যান শেখ হাসিনা। বেলজিয়াম থাকার সময় তিনি বাবা-মা হত্যার কাহিনি জানেন। পরে সেখান থেকে জার্মানি হয়ে নয় দিন পর আসেন ভারতের দিল্লিতে। সেখানে গিয়েই তিনি জানতে পারেন পরিবারের সবাইকে হত্যার কথা। এরও ছয় বছর পর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। সেই থেকে এই দিনটিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনগুলো।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ সহ-সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, আরিফুল ইসলাম খান, আল মামুন, মৃদুল হাসানসহ এবং বিভিন্ন অনুষদ ও হল ইউনিটের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।