নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) একাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথমবারের মত পুনর্মিলনী অনুষ্ঠিত হতে চলেছে আগামী শনিবার। যেখানে বিভাগটির ১৯৮৫-৮৬ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের এক হাজার ১৯৭ জন শিক্ষার্থী উপস্থিত থাকবেন। যাদের মধ্যে সচিব, শিক্ষক, উদ্যোক্তা ও ব্যাংকারসহ নানা পেশাজীবীর মানুষ রয়েছেন।
পুর্নমিলনী উপলক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের নিচতলা থেকে শুরু করে বিভাগের প্রতিটি মেঝেতে আল্পনা ও নানান শিল্পকর্মে সাজানো হয়েছে। এছাড়াও ব্যানার, ফেস্টুনসহ নানা আয়োজনে মুখর পুরো ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এসময় বিভাগটির সভাপতি বলেন, যেহেতু সরকার বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী থাকার নির্দেশনা দিয়েছেন, সেজন্য আলোকসজ্জা না থাকলেও ডেকোরেশনে কোনো ঘাটতি থাকবে না। এই অনুষ্ঠানকে ঘিরে আমাদের সকলের মাঝে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
পুর্নমিলনী উপলক্ষে অনুভূতি প্রকাশ করে স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ বলেন, এই প্রথমবার আমরা এমন একটি আয়োজনের সাক্ষী হতে চলেছি। ইতিমধ্যে সকল শিক্ষক বা বিভাগের মধ্যে সাড়া পড়ছে আমাদের আয়োজন নিয়ে। সবমিলিয়ে একটা দারুণ অনুভূতি কাজ করছে। এ উপলক্ষে বিভাগের প্রথম ব্যাচ থেকে এ পর্যন্ত সকল শিক্ষার্থীর মধ্যে অন্যরকম উচ্ছাস কাজ করছে।
জানা যায়, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এই মিলন-মেলার আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভুইঁয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
প্রসঙ্গত, পুনর্মিলনী উপলক্ষে আগামীকাল শুক্রবার বিকেলে ১৯৯৮-৯৯ সেশনের উদ্যোগে একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।