নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ২০২১-২২ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতির বাণিজ্য অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রশাসন ও রবীন্দ্র-নজরুল কলা ভবনে এটি অনুষ্ঠিত হয়। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। এর মধ্য দিয়ে শেষ হয়েছে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথমবারের মত আয়োজন করা গুচ্ছভিত্তিক এই ভর্তি পরীক্ষা।
পরীক্ষার দিন সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকেই পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করেন। প্রবেশের সময় এডমিট কার্ডের ছবি এবং চেহারার মিল আছে কি না তা যাচাই করতে দেখা গেছে কর্তৃপক্ষকে।
জানা যায়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক হাজার চারশত সাতাশি জন শিক্ষার্থী আবেদন করলেও উপস্থিত ছিলেন এক হাজার চারশত চারজন। যা মোট উপস্থিতির ৯৪.৪২ শতাংশ। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ জন।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, আগামী ২৭ আগস্ট ধর্মতত্ত্ব এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের এবং ২৮ আগস্ট শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।