ইবিতে হিউম্যান রিসোর্স ক্লাবের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে হিউম্যান রিসোর্স ক্লাবের যাত্রা শুরু হয়েছে। গত শনিবার (১৮জুন) বেলা ১২ টায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে সংগঠনটির উদ্ভোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় সংগঠনের নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. কাজী আক্তার হোসেন এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার। ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান শিমুল রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ম.ম তাসিন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এটা আমাদের ক্লাবের প্রথম অনুষ্ঠান। ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন’ সুতরাং শুধু ক্লাব খুলে কাজ শেষ নয়৷ সামনে এই ক্লাবের যাত্রা যেন থেমে না যায়, সে বিষয়ে নজর দিতে হবে। ক্লাবের উত্তরোত্তর উন্নতি হোক সেই কামনা করি।

এসময় ব্যবসা শিক্ষা সম্বন্ধীয় কুইজ প্রতিযোগিতা “বিজ ইনফরমিয়া ২২” অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণ করেন ব্যবসায় প্রশাসন অনুষদের অর্ধ শতাধিক শিক্ষার্থী। সোমবার (২০জুন) বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।

 

আরও পড়ুন...