নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অর্থনীতি ক্লাবের উদ্যোগে ‘বাজেট জুলাই ২০২২-জুন ২০২৩’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) সকাল ১১ টায় অর্থনীতি বিভাগে এটি অনুষ্ঠিত হয়।
২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। উক্ত বাজেটের নানাদিক নিয়ে আলোচনা এবং বিভিন্ন দেশের বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের তুলনামূলক পার্থক্যও তুলে ধরেন বক্তারা।
ক্লাবের সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ। প্রধান আলোচক হিসেবে বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিল পাঠান এবং বিশেষ আলোচক হিসেবে প্রভাষক ড. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সানজিদ আহমেদ সজীব ও সিফাত জাহান আইভি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ বলেন, করোনাভাইরাস মহামারি সংকট ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশসহ সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। এই সংকট উত্তরণে ঘোষিত বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হবে। বাজেটে শুধু আয় ব্যয়ের হিসাব দেখলে হয় না। এখানে অবশ্যই সরকারের লক্ষ্য রয়েছে। এই বাজেট সে লক্ষ্য পূরণ করতে পারবে। আমাদের বাজেটটি ঘাটতি বাজেট তবে আমাদের প্রধান আয় জনগণের ট্যাক্স। সেই ট্যাক্সের টাকা যদি পুরোপুরি উত্তোলন সম্ভব হতো তাহলে, এই সংকট আর থাকবে না। এজন্য সরকারের উচিত সঠিক পরিসংখ্যান করে কারা প্রকৃতঅর্থে ট্যাক্স প্রদান করছে, কারা ফাঁকি দিচ্ছে সেই বিষয়গুলো আমলে আনা।
এছাড়া শিক্ষার্থীদের মধ্যে থেকে বাজেট বিষয়ক বক্তব্য প্রদান করেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম, ৪র্থ বর্ষের শিক্ষার্থী অনিল মো. মোমিন ও মো. নাহিদ হাসান অন্তর, তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিনা সুলতানা অমি ও ফুয়াদ হাসান, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. খাইরুল ইসলাম এবং প্রথম বর্ষের শিক্ষার্থী মো. নাহিদ হাসান।