নাজমুল হুসাইন, ইবি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো অর্থনীতি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৩ টি ব্যাচের সহস্রাধিক সাবেক-বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনটি উপলক্ষে শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের করে বিভাগটি।
আনন্দ শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়। এসময় বিভাগটির সাবেক-বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের আনন্দ-উল্লাসে মেতে উঠে এবং তারা তাদের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন। পরে টিএসসিসিতে পুনর্মিলনীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় বিভাগটির সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীনসহ বিভাগটির শিক্ষকমন্ডলী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমাদের এমন কোন সামাজিক কাজ নেই যেখানে অর্থনীতির প্রবেশ নেই। সুতরাং অর্থনীতি বিভাগ থেকে এমন একটি আয়োজন কাম্য ছিলো এবং তা হয়েছে। এমন আয়োজন শুধু অর্থনীতি বিভাগ থেকে নই প্রত্যেকটি বিভাগ থেকে হোক এ প্রত্যাশা রইলো।