ইবির আশপাশের মেসে উত্যক্তের অভিযোগ ছাত্রীদের

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাস সংলগ্ন শেখ পাড়ায় ছাত্রী মেসে গভীর রাতে এলাকার বখাটেদের দ্বারা ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ উঠেছে। সোমবার (২৫জুলাই) রাতে ঐ এলাকার একটি ছাত্রী মেসে বাইরে থেকে বখাটেরা ইট, পাটকেল মেরে উত্যক্ত করে বলে অভিযোগ করে এক ছাত্রী।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, গত কিছুদিন ধরে রাতের বেলা মেসে এলাকার বেশকিছু ছেলে মেয়েদের রুম টার্গেট করে ইট পাটকেল নিক্ষেপ করে। এর আগে বাসার মালিককে জানালে তিনি এক যুবককে হাতেনাতে ধরেন। তবে এলাকার ছেলে বলে তাকে ছেড়ে দেওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে এমন ঘটনা বারবার ঘটে চলেছে।

এবিষয়ে মেসের দায়িত্বে থাকা শাহীন পাশা বলেন, আমি তো রাজশাহীতে। তবে ঘটনাটি জানার পর মেস মালিক ঐ ছেলেকে ধরছে। তারপর ঐ ছেলের বাবা মাকে বিষয়টি অবহিত করা হয়েছে। এর পূর্বে অনেকদিন আগে একবার এমনটা হয়েছিলো, তবে ঐ ছেলেকে সনাক্ত করা যায় নি। আমি বাসায় এসে বিস্তারিত জানাতে পারবো।

জানা যায়, এর আগে ২৪ ফেব্রুয়ারি রাতে ঐ এলাকার একটি ছাত্রী মেসে বখাটেদের দ্বারা রাতে হয়রানির শিকার হন অর্থনীতি বিভাগের চার ছাত্রী। এতে ক্যাম্পাসের পার্শ্ববর্তী ছাত্রী মেস গুলোতে নিরাপত্তা শঙ্কায় ছাত্রীরা।

এছাড়াও বিভিন্ন সময় মেসগুলোতে ইভটিজিং, হয়রানিসহ বিভিন্ন ভাবে হেনস্তার শিকার হন বলে অভিযোগ ছাত্রীদের।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, গতকালই ঘটনা ঘটার পর আমাকে জানানো হয় এবং তাৎক্ষনিকভাবে শৈলকুপা থানার ওসিকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আজ ওসি সাহেবের ঘটনস্থলে আসার কথা রয়েছে। এছাড়াও আমরা আমাদের জায়গা থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।

 

আরও পড়ুন...