পিবিএ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) আগামী এক বছরের জন্য ১২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয় সংগঠনটির উপদেষ্টারা।
এতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আসাদ-উদ-দৌলা তৌফিক এবং সাধারণ সম্পাদক হিসেবে ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের লুবাবা ঐশী মনোনীত হয়েছেন।
নব-মনোনীত সভাপতি আসাদ-উদ-দৌলা তৌফিক বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির আলাদা একটি পরিচিতি আছে। ক্যাম্পাসের সকল শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। আমাদের উপদেষ্টামন্ডলী খুবই আন্তরিক এবং শিক্ষার্থীবান্ধব। সকলের সহযোগিতায় ইবির বুকে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি তাদের কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক লুবাবা ঐশী বলেন, জেলা ছাত্রকল্যাণ একটি সেবামূলক সংগঠন। আমাদের কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রদের কল্যাণে কাজ করে আসছে। আমাকে উপদেষ্টামন্ডলী এই গুরু দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ্ আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা হতে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো।