ইবির শেখ হাসিনা হলে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল চার টায় হলের টিভি কক্ষে এটি অনুষ্ঠিত হয়। হলে ছাত্রীদের ডাইনিং মুখী এবং সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করতে হল প্রশাসন এ আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে পিলো পাসিং, ফোক গান ও রম্য বিতর্ক (বিয়ের বাজারে পাত্রী হিসেবে কে সেরা) প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলমসহ হলের হাউজ টিউটর গণ।

পিলো পাসিং প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে সেতু, ফারিয়া ও লিনা। ফোক গান প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে মেরিনা সুলতানা, নিশাত মনি লিজা, নিশাত ইশরাত জাহান। এছাড়া রম্য বিতর্কে পাত্রী হিসেবে ৭ জন ছাত্রী অংশগ্রহণ করে। এতে গৃহিণী হিসেবে সাফিয়া স্বর্ণা, ডাক্তার হিসেবে মাহাজাবীন স্নিগ্ধা, উদ্যোক্তা হিসেবে উম্মে হাবীবা, বড় লোকের বেটি কাজী ফারহানা, বিশ্ববিদ্যালয় শিক্ষিকা সুরাইয়া ইয়াসমিন, বিসিএস ক্যাডার ফারিয়া ইসলাম মিম, সুন্দরী কন্যা সারমিন আক্তার রুপা, ঘটক জান্নাতুল ফেরদৌস নীলা, পাত্র পিংকি শেখ।

উল্লেখ্য, পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং হলের ছাত্রীদের জন্য হল প্রশাসনের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়।

 

আরও পড়ুন...